জাতীয়সারাদেশ

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : ভাটির রানী খ্যাত ঐতিহ্যবাহী দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা। আগামী ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণকে সামনে রেখে সোমবার (১৩ জানুয়ারি) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সহকারী নির্বাচন কমিশনার সালাউদ্দিন ও সহকারী নির্বাচন কমিশনার পৌর কাউন্সিলর ইদন মিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। সকাল ১১ টায় বিশিষ্ট ব্যবসায়ী কামাল মিয়ার নেতৃত্বে কামাল-শহীদুল-কামনাশীষ প্যানেলের প্রার্থীরা বাজারে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন। প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে কামাল উদ্দিন, সহসভাপতি পদে নুরুল হক, সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে ফিরোজ মিয়া, কোষাধ্যক্ষ পদে কামনাশীষ রায় লিটন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আসাদ উল্লা, নিমাই রায়, বিধান রায়, মতিউর রহমান, মুজিবুর রহমান, রাসেল চৌধুরী, দোলন রায়, জুয়েল মিয়া, রায়হান চিশতী, ওবায়দুল হক চৌধুরী, বীতিন্ড রায়, মোস্তাকুল ইসলাম, মশাহিদ মিয়া, জাহাঙ্গীর আলম, রাকেশ দেবনাথ, বাদল রায়, দেবেশ রায়, আফজাল আহমেদ, সানু মিয়াসহ শতাধিক ব্যবসায়ী। এরপর বেলা ৩ টায় সিরাজ উদ দৌলা তালুকদারের নেতৃত্বে সিরাজ-ধনীর-ইজাজুল প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে সিরাজ উদ দৌলা তালুকদার, সহসভাপতি পদে সাব্বির মিয়া, সাধারণ সম্পাদক পদে ধনীর রঞ্জন রায়, সহসাধারণ সম্পাদক পদে সোহেল রেজা, কোষাধ্যক্ষ পদে ইজাজুল ইলাম। উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাজী মাজু মিয়া সরদার, মতিউর রহমান, ফজলুল হক, মশাহিদ মিয়াসহ অনেকে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap