সারাদেশ

পিআইসিতে বড় ভাই সভাপতি ছোট ভাই সদস্য সচিব

কলম শক্তি ডেস্ক ঃ ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-তে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আপন দুই ভাইকে দু’টি পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কাবিটা নীতিমালা অনুযায়ী বাঁধের পার্শ্ববর্তী জমির মালিকদের পিআইসি কমিটিতে রাখার কথা থাকলেও নীতিমালা তোয়াক্কা না করেই মনিটরিং কমিটি তাদের পিআইসি মনোনীত করেছে। পিআইসি দুই সহোদর হলেন- দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিন তালুকদারের ছেলে আমির হামজা কয়েস ও তার ছোট ভাই মো. সোহেল। তার মধ্যে হালির হাওরের প্রকল্প বাস্তবায়ন কমিটি নং-১৫ তে আমির হামজা কয়েসকে সভাপতি ও শনি হাওর উপ-প্রকল্পের কমিটি নং ১০-এ মো. সোহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। গঠিত দু’টি প্রকল্পের জমি পার্শ্ববর্তী কৃষকদের দাবি- বাঁধের পাশে আমাদের জমি থাকা সত্ত্বেও কাবিটা নীতিমালা তোয়াক্কা না করে কিভাবে একই পরিবারের দুই ভাইকে পিআইসি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। গোপন অর্থের বিনিময়ে দুই ভাইকে পিআইসি দেওয়া হয়েছে জানিয়ে কৃষকরা বলেন, তারা অর্থের বিনিময়ে পিআইসি-তে জায়গা পেয়েছে। তাই তাদের সদস্যপদ বাতিল করে নতুন করে বাঁধ তীরবর্তী কৃষকদের নিয়ে পিআইসি গঠন করতে হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, কোন অর্থের বিনিময়ে নয়, মনিটরিং কমিটির সিদ্ধান্তেই দুই ভাইকে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে মনোনীত করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap