জগন্নাথপুরের বৃদ্ধ আলী আজগর ঢাকা থেকে নিখোঁজ

কলম শক্তি ডেস্ক ঃ রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সিদ্ধরপাশা গ্রামের আলী আজগর (৭৬)। তিনি জগন্নাথপুর উপজেলার সিদ্ধরপাশা গ্রামের মৃত আব্দুল ওহাব বংশীর পুত্র। এ ব্যাপারে মতিঝিল থানায় একটি জিডি করেছেন তার ভাগ্না আবু ইফতেখার মো. পরাগ। জিডি নং ১০৪২, তাং ১৫.০১.২০২০। নিখোঁজ আলী আজগরের ভাগ্না আবু ইফতেখার মো. পরাগ জানান, বুধবার ভোরে তিনি তার মামা আলী আজগরকে নিয়ে রাজধানী ঢাকার হোটেল ইস্টানের ৪র্থ তলায় একটি কক্ষে উঠেন। বুধবার সকাল পৌনে ৯টায় কাউকে কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে যান আলী আজগর। পরে আর হোটেলে ফিরে আসেন নি তিনি। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পাওয়ায় পরে মতিঝিল থানায় একটি জিডি এন্ট্রি করা হয়। নিখোঁজ আলী আজগরের কোন সন্ধান পাওয়া গেলে ০১৭১২৯৭৩৩৭৬ নাম্বারে ফোন করার অনুরোধ জানিয়েছেন আবু ইফতেখার মো. পরাগ।
সূত্র ঃ নিউজ সুনামগঞ্জ