জাতীয়

গ্রামীণফোনের প্রথম বাংলাদেশী সিইও দিরাই গচিয়া গ্রামের ইয়াসির আজমান চৌধুরী

কলম শক্তি ডেস্ক ঃ

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে ১ ফেব্রুয়ারি থেকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। তিনিই গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও। ইয়াসির আজমানের বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গছিয়া গ্রামে। সিইও হিসেবে নিযুক্ত হওয়ার আগে আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ও ২০১৭ সালের মে থেকে উপপ্রধান নির্বাহী বা ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজমান বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ খবর জানিয়েছে। এতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে আজমান আমাদের বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমি বিশ্বাস করি, আজমান সিইও হিসেবেও তার নতুন চ্যালেঞ্জে সফল হবেন।’ ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের ৭ কোটি ৫০ লাখ গ্রাহকের আস্থাকে সম্মান জানাই। সেই সঙ্গে আমাদের উদ্ভাবনী প্রযুক্তি আর সেবার মাধ্যমে তাদের আরও উন্নত সেবা দিয়ে যেতে চাই।’

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap