
দিরাই প্রতিনিধি: পড়াশোনার কোন অংশীদারিত্ব নেই উল্লেখ করে সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বলেন, ‘দুনিয়াতে সবকিছুতেই অংশীদারিত্ব আছে কিন্তু পড়াশুনা করে যে জ্ঞান অর্জন হয় একমাত্র তাতেই কোন অংশীদারিত্ব নেই। তোমরা পড়াশুনা কর, তোমাদেরকে নীতি নৈতিকতার চর্চা করতে হবে, মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে হবে, মানবতাকে জাগ্রত রাখতে হবে, তোমরাই সুখী সমৃদ্ধ আগামীর দেশ গড়ে তুলবে। দিরাই ছাত্রকল্যাণ পরিষদ আগামীতে যাতে আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারে এ জন্য তিনি সমাজের বিত্তশালী মানুষকে এগিয়ে আসার আহবান জানান। শিশুদের মানসিক ও দৈহিক বিকাশ সাধনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্ডার গার্ডেন তৈরী হচ্ছে, এতে কোন মাঠ নেই, যার ফলে শিশুদের মাঠ চর্চা হচ্ছে না। গতকাল শুক্রবার বেলা ১১টায় সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিষদের সভাপতি রুবায়েল আহমদ শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার রহমান মিশুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী আতাউর রহমান, ইউএনও সফি উল্লাহ, এমসি কলেজের অধ্যাপক প্রবীর রায়, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, শিক্ষক কামাল পাশা, গোলাম মোস্তফা রুমী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সঞ্জয় চৌধুরী। উপজেলার নয় ইউনিয়ন এবং একটি পৌরসভায় দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পুরস্কার ও সনদ প্রদান করা হয়। ২০০৭ সাল থেকে দিরাই ছাত্রকল্যাণ পরিষদ পড়াশুনার পাশাপাশি এলাকার কল্যাণে মেধাবৃত্তিসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কাজ করে যাচ্ছে পরিষদের সদস্যরা।