জাতীয়

হাওর রক্ষা বাঁধ ; দিরাইয়ে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের দাবী কৃষকদের

দিরাই প্রতিনিধি : দিরাই উপজেলাধীন বরাম হাওর উপ-প্রকল্পের হাওর রক্ষা বাঁধ পিআইসি নং-১৩(ক) অপ্রয়োজনীয় প্রকল্প উল্লেখ করে এটি বাতিলের দাবী জানিয়েছেন কৃষকরা। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য রোববার প্রকল্প এলাকার ৩২ জন কৃষক স্বাক্ষরিত একটি আবেদন জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হয়। আবেদন সূত্রে জানা যায়, বরাম হাওর উপ-প্রকল্পের হাওর রক্ষা বাঁধ পিআইসি নং-১৩(ক) এর সাথে সংযুক্ত এলজিইডি‘র দেড় কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রসস্থ স্থায়ী অডুবন্ত পাকা সড়ক রয়েছে। এছাড়া ওই প্রকল্পের পাশ দিয়ে রয়েছে কাদিরপুর গ্রাম। সড়কের দুইটি স্থানে ভাঙ্গা থাকায় বিগত বছরগুলোতে শুধুমাত্র ভাঙ্গনে বাঁধ হলেও এবছর ভাঙ্গাসহ পুরো সড়কএলাকাজুড়ে প্রকল্প অনুমোদন করা হয়। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ লক্ষ টাকা। কৃষকরা জানান, পিআইসি সভাপতি রনভূমি গ্রামের মো. আতাউর রহমান ও সদস্য সচিব আব্দুস ছত্তারের প্রকল্প এলাকার আশপাশে জমি নেই। তারা আমাদের চাষের জমি থেকে মাটি নিয়ে আমাদেরই জমির উপর বেরিবাঁধ নির্মাণ করতে চাচ্ছে। প্রকল্প সংলগ্ন জমির মালিক কৃষক মো. আব্দুল আলীম বলেন, আমরা দরিদ্র মানুষ, সীমিত জমি চাষ করে পরিবারের লোকদের জীবিকা নির্বাহ করি। এই প্রকল্পটির যদি প্রয়োজনীয়তা থাকতো, তবে আমি আপত্তি করতাম না। কৃষক আক্তার হোসেন বলেন, এই সড়কে কখনোই বন্যার পানি ডুবে না। সবসময় দেখে আসছি শুধুমাত্র সড়কের ভাঙ্গায় বেরিবাঁধ নির্মাণ করা হয়, এবারই প্রথম সড়কের পাশদিয়ে প্রকল্প গ্রহণ করা হলো। কৃষক আব্দুল খালেক বলেন, এলজিইডির পাকা সড়ক নির্মাণকালে আমাদের অনেকের জমি চলে যাওয়াতে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। এই অপ্রয়োজনীয় প্রকল্পটি বাস্তবায়ন হলে সাধারণ কৃষক আবারও ক্ষতির সম্মুখীন ও সরকারের বিপুল অর্থ অপচয় হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap