দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার : হাওর পাড়ের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সোমবার বেলা ১১ টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা সভাপতি মো. সফি উল্লাহ। উদ্বোধন পুর্ব আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. সফি উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া বেগম। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, মো. নুরুল ইসলাম, মো. আবু হেনা, নিখিল রঞ্জন দাস, অজয় সিংহ রায়, রুহেল সরদার, কালিপদ দাস, জেসমিন আক্তার, শুক্লা রানী দাস, অনিন্দিতা দাস, গৌরাঙ্গ পদ সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা। আগামী ২৭ জানুযারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।