সারাদেশ

দিরাই পৌর বিএনপি নেতা মতিউর রহমানের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক

স্টাফ রিপোর্টার ঃ দিরাই পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। শোক বার্তায় নাছির উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির দুর্দিনের অকৃত্রিম বন্ধু ছিলেন মতিউর রহমান। তার মৃত্যুতে বিএনপির একজন আদর্শিক সৈনিকের প্রস্থান হলো। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দিরাই পৌর শহরের হাসপাতাল রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মতিউর রহমান। তার প্রথম জানাজা আগামীকাল (বুধবার) সকাল ১১ টায় দিরাই বিএডিসি মাঠে ও দ্বিতীয় জানাজা বেলা ২ টায় গ্রামের বাড়ি করিমপুর গ্রামে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap