সারাদেশ

দিরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের যাত্রা শুরু

দিরাই প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জের দিরাইয়ে হাওর পাড়ের বিদ্যালয়গুলোতে মিড ডে মিল কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। ঝরে পড়া রোধ ও কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রমের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলা সহকারি প্রাথমকি শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের উদ্যোগে ও প্রয়াত শিক্ষিকা অঞ্জু রায় স্মৃতি পরিষদের সহযোগীতায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কর্ন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিরুদ্ধ দাসের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও খেলাঘর উপজেলা সহ-সভাপতি জিয়াউর রহমান লিটন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, শিক্ষানুরাগী অনুপম রায় চৌধুরী, দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর দাস, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস, পান গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু হালদার, মুক্তিযোদ্ধা ভীম লাল দাস, সাবেক শিক্ষক সত্যেন্দ্র দাস, শিক্ষানুরাগী ধীরেন্দ্র দাস, সহকারী শিক্ষিকা কনকলতা চৌধুরী, নিভারানী দাস প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ে শিশুদের শুধু পাঠদান নয়, পাঠদানের পাশাপাশি ক্রিড়া -সাংস্কৃকিত ও সামাজিক আচার আচরণ এবং নীতি আদর্শের শিক্ষা দান করতে হবে। মিড মিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এ কার্যক্রম হাওড় পাড়ের প্রতিটি বিদ্যালয়ে বাস্তবায়ন হলে শিশুরা শুধু বিদ্যালয়মুখী নয় মনোযোগী হয়ে উঠবে, প্রাণবন্ত ভাবে শিশুরা সব কিছু গ্রহন করতে পারবে, এক সাথে খাবার গ্রহন করলে সম্প্রীতি ও শৃংখলার শিক্ষা লাভ করবে।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap