সারাদেশ
ভাটিধল স্পোর্টিং ক্লাবকে দিরাই থানা পাবলিক গ্রুপের জার্সি প্রদান

স্টাফ রিপোর্টার ঃ তরুণ যুবাদের অসামাজিক কাজ থেকে বিরত রাখা ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দিরাই থানা পাবলিক গ্রুপের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গ্রুপের পক্ষ থেকে ভাটিধল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়েছে। ক্লাবের ১ম প্রিমিয়ারলীগ আয়োজন উপলক্ষ্যে গ্রুপের পক্ষ থেকে এই জার্সি উপহার হিসেবে দেয়া হয়। বুধবার সংগঠনের পক্ষ থেকে জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন দিরাই থানা পাবলিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান, সহঅর্থ সম্পাদক হাফিজ লোকমান, সমাজকর্মী আব্দুর রশিদ চৌধুরী, সোহাগ মিয়া, শাহরিয়ার ইমন প্রমুখ। জার্সি গ্রহণ করেন ভাটিধল প্রিমিয়ারলীগ আয়োজক কমিটির পক্ষে গ্রিস প্রবাসী মোজাহিদ হোসেন পাপুল।