বাঁধের কাজে অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা – ইউএনও
দিরাই প্রতিনিধি ঃ- দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ সফি উল্লাহ বলেছেন, সরকার হাওরের বোরো ফসল রক্ষার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। বাঁধের কাজে কোন ধরণের অনিয়ম দেখা গেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হুশিয়ার করে তিনি বলেন, সরকারের নির্ধারিত ডিজাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। পানি উন্নয়বোর্ডের পাশাপাশি উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিরা সার্বক্ষনিক বাঁধ নির্মাণ কাজ মনিটরিং করছেন। বুহস্পতিবার উপজেলার তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয় বোর্ড (পাউবো)’র উপজেলা সমন্বয়কারী মোঃ রিপন আলী, ফিল্ড সুপারভাইজার নগেন্দ্র দাস, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিগণ।