দিরাইয়ে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
দিরাই প্রতিনিধি ঃ দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সানরাইজ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও পিইসি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সোনা মিয়ার সভাপতিত্বে ও অনলাইন সংবাদমাধ্যম কলম শক্তি ডটকমের স্টাফ রিপোর্টার জযন্ত কুমার সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান শাহজাহান সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, অভিভাবক আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা জাহেদ মিয়া, যুবলীগ নেতা সেবুল রেজা চৌধুরী, বিদ্যালয়ের প্রিন্সিপাল জগলুল মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম চৌধুরী রফিনগর সানরাইজ কিন্ডার গার্টেনের ভূয়সী প্রশংসা করে বলেন, হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠা কিন্ডার গার্টেনের অভাবনীয় ফলাফল নিঃসন্দেহে এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনার প্রতিযোগিতা বাড়িয়ে দিবে। বিদ্যালয়ের ভাল ফলাফল যাতে করে ধারাবাহিক হয় সে ব্যাপারে মনোযোগ দিতে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিগত পিইসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।