সুনামগঞ্জের সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কল্যাণ ফান্ড গঠনের ঘোষণা দিলেন চপল
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে এক প্লাটফর্মে অবস্থান গ্রহনের জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের অভ্যন্তরীন কোন্দল গ্রুপিং লবিং এর কারনেই সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির জন্ম হয়েছে। অল্পদিনের মধ্যেই এ সংগঠনটি তার মজবুত ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেছে। যেকোন সংগঠনের সকল সদস্যরা যদি সম্মিলিতভাবে সততা আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন তাহলে ঐ সংগঠনের অগ্রযাত্রা কোনভাবেই ব্যাহত হতে পারেনা। আমি রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যদের আন্তরিকতা ও ঐক্যবদ্ধতা দেখে মুগ্ধ ও গর্বিত। আমি এ সংগঠনটির অগ্রযাত্রায় সবসময় আপনাদের সাথে থাকতে চাই। সুনামগঞ্জের সাংবাদিকদের জীবনমান উন্নয়নে আমি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সকল ব্যবসায়ীদের নিয়ে সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন করে দেবো। প্রয়োজনে দেশের অন্যান্য এলাকার শীর্ষ ব্যবসায়ীদের কাছে সহযোগীতা নেবো। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরন ও সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক চৌধুরী এমরানুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, যুবলীগ নেতা সবুজ কান্তি দাশ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, ডেইলি আওয়ার টাইমস ও দৈনিক খবর প্রতিনিধি আল-হেলাল, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদারসহ সংগঠনের সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এর আগে দিরাই উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়, শিক্ষক নেতা বিশ্বজিৎ চৌধুরী ও বিদ্যুৎ রায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।