পাত্রী পছন্দের আগে পাত্রীর মা ভালো কিনা খোঁজ নিন – আত্মহত্যার আগে বলে গেলেন পুলিশ সদস্য
কলম শক্তি ডেস্কঃ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর মিরপুরে নিজ পি’স্তলের গু’লিতে আত্মহ’ত্যা করেছেন এক পু’লিশ সদস্য। তার নাম আবদুল কুদ্দুস। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্ম’রত ছিলেন। আত্মহ’ত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহ’ত্যার পথ বেছে নিয়েছেন।আত্মহ’ত্যাকারী পু’লিশ সদস্যের লা’শ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়েছে। কাফরুল থা’নার ডিউটি অফিসার শহীদুজ্জামান বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে আবদুল কুদ্দুস পি’স্তল দিয়ে পেটে গু’লি করে আত্মহ’ত্যা করেন। ঘটনাস্থলে আমাদের জ্যেষ্ঠ কর্মক’র্তারা গেছেন। এর চেয়ে বেশি কিছু আমা’র জানা নেই। জানা গেছে, আবদুল কুদ্দুস পারিবারিক সমস্যায় ভুগছিলেন। মৃ’ত্যুর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমা’র মৃ’ত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমা’র ভেতনের যন্ত্র’ণাগুলো বড় হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্রা’ণটা পালাই পালাই করছে…। তবে অবিবাহিতগণের প্রতি আমা’র আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কী’ না তা আগে খবর নেবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মত। সুতরাং সকল সম্মানিত অ’ভিভাবকগণের প্রতি আমা’র শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ।