সারাদেশ

দিরাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: ‘মুজিববর্ষের অঙ্গিকার, কৃষি হবে দুর্বার’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আধূনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ব্রি ধান-৪৯ বিষয়ক এই মাঠ দিবস কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় উপজেলা কৃষি অফিসার আবু মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শাহীন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. আব্দুল মোন্নাফ, আধূনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের সিলেট অঞ্চলের মনিটরিং অফিসার মো. ফরহাদ হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap