জাতীয়সারাদেশ

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

কলম শক্তি ডেস্ক ঃ মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আজ সকালে জেলা শহরের পশ্চিমবাজারে এম সাইফুর রহমান সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জানা গেছে, ওই এলাকার পিংকি সু স্টোরের ওপরে দোতলায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন সুভাষ রায় (৬৫)। সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তিনিসহ পরিবারের ৫ জন মারা যান। নিহত অন্যান্যরা হলেন, সুভাষ রায়ের মেয়ে পিয়া রায় (১৫), তার ভাই মোনা রায়ের স্ত্রী দীপ্তি রায় (৪৫), আরেক ভাই সজলের স্ত্রী দীবা রায় (৪০) ও তার মেয়ে দীপিকা রায় (৪) ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের মৌলভীবাজারের ২টি ও শ্রীমঙ্গলের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। স্থানীয়রা জানান, পিংকি স্টোর দোকান মালিক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দোতলায় থাকতেন। আগুন লাগার সময় নারী ও শিশু ঘরের মধ্যে ছিলেন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে গ্যাসের পাইপ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap