ত্রিশালে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ : সোমবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক)স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ এক কর্মশালা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার উপ পরিচালক ডাঃ তৃপ্তি বালা, পরিবার পরিকল্পনা ময়মনসিংহের উপ পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমান, বিএমএ ময়মনসিংহের সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।