দিরাইয়ে আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাট কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার রফিনগর ইউনিয়নের সুনামপুর মৌজায় এপ্রকল্পের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, জগদল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন মঞ্জু, আওয়ামীলীগ নেতা রঞ্জিত রায় প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ জানান, ১০ একর ভূমিতে ২০০ দরিদ্র পরিবারের প্রতিটিকে ৫শতক করে ভূমি প্রদান করে পরবর্তীতে সরকারি খরচে গৃহ নির্মাণ করে দেয়া হবে। ইতোমধ্যে প্রকল্পে মাটি ভরাট কাজের জন্য ৯৯৬.৭৭৮ মেট্রিক টন গম প্রধানমন্ত্রীর দফতর থেকে বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামীকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে।