সারাদেশ
ত্রিশালে গাড়ি চাপায় আওয়ামীলীগ নেতা নিহত

মমিনুল ইসলাম মমিন, ময়মনসিংহ : গাড়ি চাপায় ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের প্রবীন নেতা আবুল মুনসুর ব্যাপারী (৮৫) নিহত হয়েছেন। স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ফজর নামাজ আদায় করে রাস্তায় হাঁটার সময় ঢাকা ময়ময়সিংহ মহাসড়কের বৈলর আলফালাহ ফিশারি নামক স্থানে তাকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদনী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।