জাতীয়সারাদেশ

ইউএনও প্রিয়াঙ্কা পালের অপসারণের দাবীতে উত্তাল জামালগঞ্জ

জামালগঞ্জ প্রতিনিধিঃ জামালগঞ্জে হাওররক্ষা বাঁধের দুর্নীতির প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা ধীজেন্দ্র লাল রায়কে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় লোকজন। এ ঘটনার জন্য ইউএনও প্রিয়াঙ্কা পালকে দায়ী করে তার অপসারণ ও সুষ্ঠু বিচারের দাবী জানান বিক্ষোভকারীরা। শুক্রবার বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা সদরে বিপুলসংখ্যক স্থানীয় জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে। এতে ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম জিলানী আফিন্দি রাজু, আওয়ামীলীগের যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ভীমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের নেতা নুরু মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম তালুকদার, ফেনার বাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী, ভীমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, কৃষক লীগের যুগ্ম আহবায়ক শামসুল আলম, একলিমুর রেজা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, কৃষকলীগ নেতা শেরন আহমেদ, মামুন মিয়া, মশিউর রহমান, রিয়াশদ, সেন্টু, পেঠন, ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ, মাসুম। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওমীলীগনেতা নেতা শাহীন আলম, ফজলুল করিম, ইউনিয়ন কৃষকলীগ নেতা তাজ উদ্দিন, ইউপি সদস্য তহুর আলম, কাউছার আহমদ ্সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরআগে গত ২৮ জানুয়ারি জামালগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম, দুর্নীতি ও নীতিমালা বহির্ভূত প্রকল্প গ্রহণ ও অনুমোদনের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ধীজেন্দ্র লাল রায়সহ রাজনীতিবিদ ও কৃষকরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা হাওররক্ষা বাঁধের কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালসহ একটি সিন্ডিকেট দুর্নীতি করছে বলে অভিযোগ করেন। তারা অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালের অপসারণও দাবি করেন। পাশাপাশি শেখ হাসিনার নির্দেশ অনুসারে যথাসময়ে ও যথা নিয়মে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার দাবি জানান। এদিকে এই সংবাদ সম্মেলনের পরদিন বুধবার জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে নিয়োজিত পিআইসিসহ (প্রকল্প বাস্তবায়ন কমিটিসহ) একটি সুবিদাবাদী গোষ্ঠী সংবাদ সম্মেলন করে অভিযোগকারীদের হুমকি ধমকিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে কথা বলেন। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ধীজেন্দ্র লাল রায়সহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ এবং হাওরের সুবিদাভোগী কৃষকরা প্রতিবাদের প্রস্তুতি নেন। এই খবর পেয়ে জনৈক আজাদসহ একটি গ্রুপ কৃষক লীগের অফিসে গিয়ে আকষ্মিক হামলা চালায়। মুক্তিযোদ্ধা ধীজেন্দ্র লাল দাস এ ঘটনার প্রতিবাদ করলে তাকে লাঞ্চিত করা হয়। এতে আবু তাহের, আবুল কাশেমসহ কয়েকজন আহতও হন। মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ধীজেন্দ্র লাল রায় বলেন, আমরা হাওরক্ষা বাঁধের দুর্নীতির প্রতিবাদ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পিআইসির লোকজন দিয়ে আামাদের ওপর অতর্কিত হামলা করিয়েছেন। তারা আমার গায়েও হাত তুলেছে। আমি এ ঘটনায় জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন হাওরের ফসলরক্ষা বাঁধে কোনো অনিয়ম ও দুর্নীতিসহ এসব ঘটনায় তিনি জড়িত নন।

আংশিক তথ্য দৈনিক কালের কন্ঠ থেকে সংগৃহীত

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap