দিরাইয়ে আ. লীগ নেতা আসাদ উল্লা’র উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ছাত্রলীগ দিরাই ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা’র উদ্যোগে ও টাইগার ক্রিকেট ক্লাবের আয়োজনে “টাইগার কাপ” ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহ। উদ্যোক্তা আসাদ উল্লার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় উদ্বোধনপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. সফি উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, নুরুল হক, প্রেসক্লাব কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুবলীগ নেতা কামনাশীষ রায় লিটন, জুয়েল সরদার, ছাত্রলীগ নেতা মো. সোহেল মিয়া, আফজাল আহমেদ প্রমুখ। টুর্নামেন্টে দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৩২ টি দল নাম নিবন্ধন করেছে। সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও নিউ টাইগার ক্রিকেট ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এ্যালিভেন স্টার স্পোর্টিং ক্লাবের অধিনায় সাকিব। নির্ধারিত ১৬ ওভারের সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ইলিভেন স্টার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩রান করেন মোমেন সরদার। জবাবে ব্যাট করতে নেমে নিউ টাইগার স্পোর্টিং ক্লাব ১ ওভার বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয়। ২৫ রানের ব্যবধানে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে এলিভেন স্টার স্পোর্টিং ক্লাব। খেলায় ৩০ রান ও ৩টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এলিভেন স্টারের বিজয়। খেলা পরিচালনা করেন শাহিয়ান কানন, ওমর ফারুক তপু। টুর্নামেন্ট আয়োজনে মিডিয়া পার্টনার “কলম শক্তি ডটকম “।