জাতীয়সারাদেশ

দিরাইয়ে রাস্তার পাশ থেকে জ্বরে আক্রান্ত অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে রাস্তার পাশে পড়ে থাকা জ্বরে আক্রান্ত অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় দিরাই-মদনপুর সড়কের শরিফপুর এলাকা থেকে অনুমান ৩০ বছর বয়সী পরিচয়হীন ওই ব্যক্তিকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তার ডান হাতে ক্লিনিক্যালি কেনোলা ও লিঙ্গে নল লাগানো ছিল। এথেকে চিকিৎসক ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সে ইতোপূর্বে কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ জয়ন্ত চক্রবর্তী জানান, ধারণা করছি লোকটি মানসিক ভারসাম্যহীন। লোকটি জ্বরে আক্রান্ত কিনা জানতে চাইলে ডাক্তার বলেন, গায়ে জ্বর আছে, তবে জ্বর বিভিন্ন কারণে হতে পারে, পরীক্ষা নিরীক্ষা না করে কি রোগে আক্রান্ত সেটা নিশ্চিত করে বলা যাবে না। তবে তার শরীরে ক্লিনিক্যালি সরঞ্জাম থাকায় বুঝা যাচ্ছে সে কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন, শরিফপুর গ্রামে রাস্তার পাশে কয়েক ঘন্টা ধরে লোকটি পড়ে ছিল, স্থানীয় ইউপি সদস্য সংবাদ দিলে আমি পুলিশ ফোর্সসহ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap