প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে মনিটরিং বাড়াতে হবে- ড. জয়া সেনগুপ্তা এমপি
মোশাহিদ আহমদ : দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে মনিটরিং বাড়াতে হবে। টিম গঠন করে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিদর্শন ও কার্যক্রম তদারকি করা হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই জীবনের মুল ভিত্তি, একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের মূল ভিত্তি রচনা হয় প্রাথমিক শিক্ষা অর্জনের মধ্য দিয়ে, কাজেই ভিত্তি যদি দুর্বল হয় পরবর্তীতে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, নিয়মিত অভিভাবক সমাবেশ ও পরিচালনা কমিটির কার্যকর পদক্ষেপ, শিক্ষকদের নিজের দায়িত্ব যথাযথভাবে পালন শিক্ষার মানোন্নয়নে অপরিহার্য উল্লেখ করে জয়সেনগুপ্তা আরো বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকরাই শিক্ষার্থীদের শক্তিশালী ভিত্তি তৈরী করে দিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদেরকে পাঠ দানের পাশাপাশি, সংস্কৃতি, ক্রীড়া, নৈতিক ও সামাজিক আচার আচরনের শিক্ষা দিতে হবে।
রবিবার দুপুরে দিরাই গণমিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা এমপি আরও বলেন, হাওরবেষ্টিত এই জনপদ শিক্ষায় অনেকাংশে পিছিয়ে আছে। আমাদের শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। অধিকাংশ শিক্ষকদের বহু দুর্গম পথ পাড়ি দিয়ে বিশেষ করে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যেতে হয়। শিক্ষকদের নিজ নিজ এলাকায় পোস্টিং দিলে এই সমস্যা অনেকটাই হ্রাস পাবে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে জয়া সেনগুপ্তা বলেন, প্রত্যেক শিক্ষক যদি শিক্ষার্থীদের নিজ সন্তানতুল্য মনে করেন তবে বিদ্যালয়ের ফলাফল অবশ্যই ভালো হতে বাধ্য।
উপজেলা নিবার্হী অফিসার মো. সফি উল্লার সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, অ্যাডভোকেট রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, প্রধান শিক্ষক হিমাদ্রী শেখর দাস,লুৎফুর রহমান, শহিদুল ইসলাম আযাদী,কংকা রানী দাস, হাবিবুর রহমান, চম্পা রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল হালিম।