ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন তিন সপ্তাহে ৩ বার বিকল, যাত্রীদের ভোগান্তি
মমিনুল ইসলাম মমিন, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন সপ্তাহে কমিউটার ট্রেনের ইঞ্জিন ৩ বার বিকলের ঘটনা ঘটেছে। রবিার রাত ৮টা ২২মিনিটে গফরগাঁও এর মশাখালী স্টেশনে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। পরে রিলিফ ইঞ্জিন ময়মনসিংহ থেকে এসে প্রায় সাড়ে তিন ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ নিয়ে গত তিন সপ্তাহে পর পর তিন বার গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটলো। স্টেশন সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন রবিবার দুপুর ৫টা ৪৫ মিনিটে মশাখালী রেলওয়ে স্টেশন প্রবেশ করে ইঞ্জিন বিকল হয়ে যায়। স্টেশন কর্তৃপক্ষ ট্রেনটি নেওয়ার জন্য বিকল্প ইঞ্জিন আনার উদ্যোগ নেন। পরে কমিউটার এক্সপ্রেস টেনটি রাত ৮ টা ২২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মশাখালী স্টেশন ত্যাগ করে। মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুল হক বলেন, গফরগাঁও স্টেশন থেকে ছাড়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। মশাখালী স্টেশনে প্রবেশের পর ইঞ্জিনটি বিকল হয়ে যায়।