জাতীয়

সেবা’র মানসিকতা নিয়ে কাজ করুন, চিকিৎসকদের উদ্দেশ্যে ড. জয়া সেনগুপ্তা এমপি

মোশাহিদ আহমদ : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, ৫০ বেডের একটি হাসপাতালে কমপক্ষে ১০ জন চিকিৎসক প্রয়োজন হলেও দেখা যায় কোথাও একজন কোথাও দুজন ডাক্তার রয়েছেন। মফশ্বল এলাকায় ডাক্তার থাকতে চান না। তাহলেও মানুষ সেবা কিভাবে পাবে ? ডাক্তারদের শহরমুখিতা প্রতিরোধে সরকার উপজেলা পর্যায়ে বহুতল আবাসন সুবিধা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে ড. জয়া সেনগুপ্তা আরও বলেন, চিকিৎসা নিয়ে সাধারন মানুষের দূর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে উপস্থিতি নিশ্চিত করা, নিয়োগের পর একজন চিকিৎসককে কমপক্ষে ১ বছর উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে থাকাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন, এগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, মানুষের চিকিৎসাসেবাটা নিশ্চিত করা সরকারের এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। আমার অনুরোধ থাকবে, আপনার যারা এই হাসপাতালে কর্মরত আছেন, বিশেষ করে নতুন যোগদানকৃত যেসকল চিকিৎসকদের ইউনিয়নপর্যায়ে পোস্টিং হয়েছে, আপনারা কর্মস্থলে সেবার মানসিকতা নিয়ে সেখানে কাজ করুন। আমাদের উপজেলা সদরের সাথে ইউনিয়নগুলোর যোগাযোগব্যবস্থা এখনো অনুন্নত। সাধারণ মানুষকে অনেক কষ্ট করে চিকিৎসা নিতে উপজেলা সদরে আসতে হয়। মানুষের সেবা করাটা কিন্তু সর্বপ্রথম কর্তব্য।

সোমবার দুপুরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স প্রাঙ্গনে ৩৯তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত নবীন চিকিৎসকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও আরএমও ডাঃ সুমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে সদ্য যোগদানকারী ৭ জন চিকিৎসককে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap