স্টাফ রিপোর্টার ঃ উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মনির উদ্দিন উসমানী বলেছেন, দুনিয়ার জীবন ক্ষনস্থায়ী, আখেরাতের জিন্দেগী আসল। সেখানে শান্তি পেতে হলে দুনিয়ায় ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর আদর্শ প্রতিটি মুসলমান নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাঃ কে জীবনের চাইতে বেশী ভালবাসতেন এবং সুন্নতগুলো খুঁজে খুঁজে বের করে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতেন। শুধু মুখে মুখে নবীর আশেক হলেই হবে না, এজন্য চলনে-বলনে, দৈহিক অবয়বে নবী (সাঃ) কে অনুসরণ করতে হবে। কোরআনে করিমের আদেশ ও নবীর সুন্নাহ মতো চললেই মিলবে আখেরাতের মুক্তি।
মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার ৬৬ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মাওলানা মুফতি শফিকুল আহাদ ও মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিনের পরিচালনায় দুপুর থেকে ভোররাত পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে আরও দেশবরেণ্য আলেম-উলামা বক্তব্য রাখেন। প্রধান অতিথি বয়ান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন এবং মাদ্রাসা থেকে এবৎসর কোরআনে হাফেজ হওয়া শিক্ষার্থীদের পাগড়ি পড়িয়ে দেন।