সারাদেশ

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকীতে দিরাই প্রেসক্লাবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ঃ উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে দিরাই প্রেসক্লাব। বুধবার সকাল ১১ টায় বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় সুরঞ্জিত সেনগুপ্তের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বৈঠকে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী প্রমুখ। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান তালুকদার বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন গণমাধ্যমকর্মীবান্ধব একজন নেতা। এলাকার উন্নয়ন অগ্রগতিতে সর্বদা তিনি সাংবাদিকদের সাথে পরামর্শ করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন। সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের সাথে সবসময় যোগাযোগ বজায় রেখে চললেও অপ-সাংবাদিকতাকে সর্বদাই এড়িয়ে চলতেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে এক নামধারী সংবাদকর্মীকে তিনি নামিয়ে দিয়েছিলেন, উনার জীবদ্দশায় দিরাইয়ে অপ-সাংবাদিকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। আজ তার অনুপস্থিতিতে কতিপয় নেতা অপ-সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করছেন, যা সমাজের জন্য উদ্বেগের কারণ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap