সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকীতে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির স্মরণ সভা
বিশেষ সংবাদদাতা ঃ জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। সুজাত আহমেদ চৌধুরী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কনিজ রেহনুমা রব্বানী ভাষা’র পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, অধ্যাপক আলী আশরাফ এমপি, একেএম শাহজাহান কামাল এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, মো. আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, শাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহবুবা বেগম ক্রীক, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি এড. এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. শহীদুল্লাহ্ শিকদার, বিশিষ্ট শিল্পপতি ইউএম আশেকসহ সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ। বক্তারা সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে ও স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন।