ময়মনসিংহে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ সদরের চোরখাই এলাকায় স্কুলছাত্র কাউসার হোসেন (১৫) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ করে রাখলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, জেলা ট্রাফিক অফিসার (টিআই) মাহবুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। নিহত কাওসার স্থানীয় হৃদয় প্রাইভেট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। সে সদর উপজেলার চোরখাই ইউনারপার এলাকার বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নাহিদ নামে এক ছেলে ও তার প্রেমিকার ছবি নিয়ে কাওসার তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেয়। পরে ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর ও সিয়ামসহ তাদের সহযোগীরা কাওসারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ভর্তি করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।