
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই পৌর শহরে দিনে দুপুরে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পৌর শহরের আরামবাগ এলাকায় ইমান আলী মিয়ার ভাড়াটিয়া বাশার মিয়ার ঘরে ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। এলাকার বাসিন্দা ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ জানান, ঘটনার সময় মহিলারা ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকার লোকজন দৌড়ে আসে এবং তাদেরকে ঘিরে ফেলে আটক করে এবং থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ডাকাতদের থানায় নিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত কামাল (৪৩) ও ইসলাম উদ্দিন ভয়ানক পেশাদার চোর, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির চেষ্টা মামলা রয়েছে। আটককৃত কামাল মিয়া গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সিতাইকুন্ড গ্রামের জব্বার মিয়ার পুত্র এবং ইসলাম উদ্দিন (৩১) সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের দিদার হোসেনের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ জানান, ‘বেলা ১টার দিকে বাশার মিয়ার বাসায় তারা চুরির চেষ্টা করলে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি। কিছুদিন আগে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদেরের পৌর শহরের হারানপুরস্থ বাসায় স্বর্নালংকার ও টাকা চুরির সাথে এই দুই ডাকাত জড়িত রয়েছে জানিয়ে পুলিশ জানায়, মালামাল উদ্ধারের চেষ্ঠা চলছে।’