সারাদেশ
দিরাই উপজেলার দুই কৃতি সাংবাদিককে সংবর্ধনা দিচ্ছে দিরাই প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ইসি মেম্বার পদে দৈনিক মানবজমিনের চিফ ক্রাইম রিপোর্টার রুদ্র মিজান ও ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরী নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দিচ্ছে দিরাই প্রেসক্লাব।
আগামীকাল শুক্রবার বিকাল ৪ঘটিকায় দিরাই প্রেসক্লাবের অস্থায়ী কনফারেন্স রুমে উপজেলার এই দুই কৃতি সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার। প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন জানান, সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাসহ জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।