জাতীয়

দিরাইয়ে করোনা পরিস্থিতি নিয়ে এমপি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। রোববার বেলা ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ফারিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, ডিবিসি টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, জেলা অনলাইন প্রেসক্লাবের মনোয়ার চৌধুরী প্রমুখ। মতবিনিময়কালে ড. জয়া সেনগুপ্তা বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকার আপনাদের পাশে রয়েছে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় চাল ও নগদ টাকা পৌঁছে গেছে। পর্যায়ক্রমে তা বিতরণ করা হচ্ছে। করোনার কারণে কেউ যেন অনাহারে না থাকে সেজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি। ত্রাণ কাজে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবেনা। অনিয়ম হলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap