সারাদেশ

দিরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

জয়ন্ত কুমার সরকার ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার গণমিলনায়তনে দুপুর ১ টা থেকে গোপন ভোটদানের মাধ্যেমে ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়। নির্বাচনে ৭৯ ভোট পেয়ে সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্ধী দত্তগ্রাম সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাদ্রী শেখর দাস পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত দাস ও ভাঙ্গাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর দাস উভয়েই সমান ৪৯ ভোট পাওয়ায় কোন প্রার্থীকেই নির্বাচিত ঘোষনা করা হয়নি। সাংগঠনিক সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে মাতারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মজুমদার নির্বাচিত হন। উনার নিকটতম প্রতিদ্বদ্ধী কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী ভৌমিক ও বড়নগদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন উভয়ই পেয়েছেন ১৫ ভোট, একই পদে দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী ১২ ভোট, রাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন চৌধুরী ১১ ভোট , সাকিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরাগ রঞ্জন চক্রবর্তী ৬ ভোট ও বাসুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন কুমার চৌধুরী ০৬ ভোট প্রাপ্ত হন। সাধারণ সম্পাদক পদে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় উক্ত পদে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পুনরায় ভোট গ্রহনের দিন ধার্য্য হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কর্মকর্তা ও সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেন্দ্র সরকার।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap