সারাদেশ

সড়ক দূর্ঘটনায় দিরাইয়ের একই পরিবারের ৪জনসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার : সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাগহাটি গ্রামের একই পরিবারের ৪জন ও গাড়িচালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উসমানিনগর থানার বড়াইয়া চানপুর নামক স্থানে বাস প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্বপন কুমার দাস (৪৫), তার স্ত্রী লাভলী রানী দাস (৩৫), তাদের দুই শিশুপুত্র শৈবাল দাস ও সৌমিত্র দাস, গাড়ি চালক মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জের বাসিন্দা হাশেম আলী। এঘটনায় স্বপন কুমার দাসের অপর পুত্র সৌরভ দাস (১২) গুরুতর আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এঘটনা জানাজানি হলে নিহতের স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাযায়, নিহত স্বপন কুমার দাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ব্রাক এড়িয়া ম্যানাজার হিসেবে কর্মরত। চাকুরীস্থলেই স্বপরিবারে বাস করেন। ঈদের ছুটি কাটাতে শুক্রবার সকালে প্রাইভেট কারযোগে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামে বাড়ি সুনামগঞ্জের দিরাই ফিরছিলেন। নিহতের ভাই স্কুল শিক্ষক সমর দাস জানান, ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরিবারের নিহত ৪ সদস্যের লাশ সিলেট ওসমানী হাসপাতলের হিমঘরে রাখা। আশা করছি আজ (শনিবার) ময়নাতদন্ত শেষে লাশ বুঝে পাবো। শ্যামারচর গ্রামের বাড়িতে নিহত ৪ জনের দাহ কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap