সারাদেশ
আগুনে দগ্ধ শিশু ও দুর্ঘটনায় আহত শ্রমিককে ‘দিরাই থানা গ্রুপের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামের অগ্নিদগ্ধ শিশু শামীম এবং একই ইউনিয়নের কদমতলী গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জসীম উদ্দিনের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করেছে ফেইসবুকভিত্তিক সমাজসেবামুলক সংগঠন দিরাই থানা গ্রুপ (DTG)। শুক্রবার তাদের উভয়ের বাড়ি গিয়ে স্বজনদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন গ্রুপের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানা গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বকুল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল এস এম সায়েম, সমন্বয়ক রোম্মান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবুওক্কাস খান সুমন, প্রচার সম্পাদক ইমন খান, সদস্য আইয়ূব খান প্রমুখ।