উৎসবমুখর পরিবেশে দিরাই মহাজন সমিতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সিরাজ উদ দৌলা তালুকদার, ধনীর রঞ্জন রায় প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দিন, শহীদুল ইসলাম প্যানেল। সরজমিন ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। দলে দলে ব্যবসায়ীরা এসে নিজের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। ভোটকেন্দ্রের বাইরে ব্যবসায়ী ও উৎসুক জনতার ভিড়। ব্যবসায়ীরা এবারের নির্বাচনকে নজিরবিহীন ও ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। ব্যবসায়ী আসাদ উল্লা, লালন মিয়া, হান্নান অর রশীদ, কিবরিয়া সরদারসহ একাধিক ব্যবসায়ী বলেন, এই নির্বাচনের মতো জমজমাট উৎসবমুখর নির্বাচন বাজারের ইতিহাসে কখনো হয়নি। ভোটে যাঁরাই নির্বাচিত হবেন, তারা বাজার সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের অধিকার সুরক্ষায় কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেলের প্রার্থীরা।