দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে শুধু শিক্ষিত হলেই হবেনা, যুগোপযোগী শিক্ষিত হতে হবে। এজন্য প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা প্রয়োজন। জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। গতকাল বেলা ৩টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ে ২লক্ষা টাকার অনুদান ঘোষণা করে তিনি আরও বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতার এদেশে জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আর উনার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরাবরে রোল মডেল হিসেবে প্রতিষ্টিত হয়েছে।
হাজি মনসুর চৌধুরী ওয়াককফ স্টেট সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে ও শফিকুল আলম চৌধুরীর পরিচালনায় শতবর্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামীলীগের সদস্য আলতাব উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সিলেট জজকোর্টের এপিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, দিরাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ। এছাড়াও বক্তব্য দেন তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হাসমত খোকন, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, যুবলীগ নেতা মারফত মিয়া, দুদু মিয়া, মকসুদ আলম, একরার হোসেন, হারুন আর রশিদ, জেলা যুবলীগ নেতা মিল্টন পুরকায়স্থ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর চৌধুরী, গ্রামের প্রবীন গোলাম নবী চৌধুরী, প্রধান শিক্ষক প্রাণেশ দাস ও বিশ^জিৎ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামে ১৯২০ খ্রিঃ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্টিা করেন চৌধুরী মোহাম্মদ ইয়াসিন।