
স্টাফ রিপোর্টার ঃ তিন দিনের বিভাগীয় সাংগঠনিক সফরে সিলেট অবস্থানরত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সোমবার রাত সাড়ে ১০ টায় সিলেট সার্কিট হাউজ দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে যান আওয়ামীলীগের নেতারা। এসময় ফুলের তোড়া দিয়ে সাখাওয়াত হোসেন শফিককে অভ্যর্থনা জানান তারা। উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, যুবলীগ নেতা জিল্লুর রহমান, আক্তার হোসেন। উল্লেখ্য, আজ (সোমবার) সিলেট সার্কিট হাউজে সিলেট জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সাখাওয়াত হোসেন শফিক। আগামীকাল (মঙ্গলবার) সুনামগঞ্জে সাংগঠনিক সভায় অংশ নিবেন তিনি।