‘দিরাই কলেজ রোড ব্যবসায়ী ফোরাম’-এর আত্মপ্রকাশ ; আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ঃ দিরাই থানা পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কলেজ রোডস্থ সড়কের উভয় পাশের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে “কলেজ রোড ব্যবসায়ী ফোরাম” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ-উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে দিরাই প্লাজায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে মঞ্জুর আলম চৌধুরীকে আহবায়ক, ব্যবসায়ী আব্দুল মুকিত কে যুগ্ম আহবায়ক, কাউন্সিলর সবুজ মিয়াকে সদস্য সচিব, ও ব্যবসায়ী সজিব সরদারকে কোষাধ্যক্ষ মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, ব্যবসায়ী আব্দুল জলিল সরদার, গিয়াসউদ্দিন আকন্দ, মাহমুদ মিয়াসহ শতাধিক ব্যবসায়ী। নবগঠিত কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী কলম শক্তি ডটকমকে বলেন, কলেজ রোডের উভয় পাশে আমরা প্রায় শতাধিক ব্যবসায়ী রয়েছি। আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলো পরিত্রাণের জন্য ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় একটি সংগঠনের অপরিহার্যতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ‘দিরাই কলেজ রোড ব্যবসায়ী ফোরামের আত্মপ্রকাশ হলো। শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।