জাতীয়সারাদেশ

দিরাইয়ে আধঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ; এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার ঃঃ সুনামগঞ্জের দিরাইয়ে ছোট ভাইয়ের মৃত্যুর আধঘন্টা পর বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগদীপুর গ্রামের আখলিছ মিয়া (৫৫) সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এখবর পেয়ে বাড়ীতে থাকা আপন বড় ভাই মখলিছ মিয়া (৬০) কান্নাকাটি করা অবস্থায় ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন । খবরটি জানাজানি হলে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ জানান, আখলিছ মিয়া কিছুদিন ধরে অসুস্থতার কারণে সিলেটের একটি হাসপাতেল ভর্তি ছিলেন। আজ রাত সাড়ে ৮ দিকে তিনি মারা গেলে বাড়ীতে খবর দেওয়ার আধা ঘন্টার মাথায় তাঁর বড় ভাই মখলিছ মিয়াও মৃত্যু বরণ করেন। আধা ঘন্টার মাথায় আপন দুই ভাইয়ের মৃত্যুতে তাদের আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap