
শাল্লা প্রতিনিধি ঃ শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ডাক্তার, নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন ড. জয়া সেনগুপ্তা এমপি। সোমবার বেলা ১টায় চলমান করোনা সংকটে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসানের কাছে উনার ব্যক্তিগত তহবিল ও গ্রো-ফাউন্ডেশনের উদ্যোগে ৬০টি পিপিই, ৩শ মাস্ক ও ১শ গ্লাব্স তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, আরএমও ডা. আবুল ফাত্তাহ সাদি, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ফজলুল কবির, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সাংবাদিক বাদল চন্দ্র দাস, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, গ্রো-ফাউন্ডেশনের সমন্বয়কারী আনাস আহমেদ, সুজিত দাস প্রমুখ। এর আগে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন, আইনশৃংখলা রক্ষাবাহিনী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।