
স্টাফ রিপোর্টার : দিরাইয়ে হাওররক্ষা বাঁধের কাজে গাফিলতির দায়ে এক পিআইসি সভাপতিকে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। আটককৃত রিয়াজ উদ্দিন উপজেলার নাচনী গ্রামের মৃত তাহের মিয়ার পুত্র। সে বরাম হাওর উপ-প্রকল্পের পিআইসি নং- ৪৩ (ক) সভাপতি। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সে (পিআইসি সভাপতি রিয়াজ উদ্দিন) কাজ করার ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করেনি। বারবার সতর্ক করার পরও বাঁধের গোড়া থেকে মাটি কাটছিল। এজন্য তাকে আটক করা হয়। সঠিকভাবে কাজ সম্পন্ন করার শর্ত সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এমন হলে সরাসরি জেলে দেওয়া হবে জানিয়ে ইউএনও বলেন, বাঁধের কাজ নিয়ে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।