সারাদেশ
অগ্নিদগ্ধ শিশু শামীমকে অর্থ সহায়তা দিলো ‘মানবতার বন্ধন’

স্টাফ রিপোর্টার ঃ দিরাই রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামের আব্দুল হান্নানের শিশুপুত্র অগ্নিদগ্ধ শামীমকে অর্থ সহায়তা প্রদান করেছে নবগঠিত সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন’। এরমাধ্যমে সমাজসেবায় কার্যক্রমের সূচনা হলো সংগঠনটির। বৃহস্পতিবার বিকেলে শিশু শামীমের বাড়িতে তার স্বজনদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মহাদেব দাস অনিক, আইয়ুব খান, ইমন খান, রাহীম আহমদ ও ইশফাক সর্দার প্রমুখ। উল্লেখ্য, যুক্তরাষ্ট প্রবাসী সমাজকর্মী ইরফান আহমেদ কাউসারের উদ্যোগে সমাজসেবার ব্রত নিয়ে গত ০৮ ফেব্রুয়ারি সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন’ আত্মপ্রকাশ করে।