দিরাইয়ে আল-হক তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ দিরাই পৌর সদরের আরামবাগ মজলিশপুরে অবস্থিত আল-হক তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা একরাম হুসেনের সভাপতিত্বে ও আলোর সিঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা দিলোওয়ার হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ লতিফ, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা শাহজাহান সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন হাজী আহমদ মিয়া বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি মারুফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মারুফ আহমদ ঈশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক মজলিশপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আঃ রউফ, মাওলানা শিব্বির আহমদ, আঃহামিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাবিবুর রহমান প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।