জাতীয়সারাদেশ

দিরাইয়ে পুষ্টি সমন্বয় কমিটির ৪র্থ দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ৪র্থ দ্বি-মাসিক সভা গতকাল বৃহ¯পতিবার বেলা ১১টায় দিরাই উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সফিউল্লাহর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মোঃ মন্জুর আলম চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পুষ্টি সমন্বয় কমিটির সদস্য-সচিব ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান বিগত সভার কার্যবিবরণী থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আলোকপাত করেন। সভায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য প্রণীত বার্ষিক পুষ্টি পরিকল্পনার অগ্রগতি এবং এর মনিটরিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শীঘ্র এই মনিটরিং পদ্ধতি মাঠ পর্যায়ে প্রয়োগ করা হবে বলে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সফিউল্লাহ এর নেতৃত্বে ৭সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সভাপতির বক্তব্যকালে ইউএনও বলেন, পুষ্টি কার্যক্রম গতিশীল করতে মাঠ পর্যায়ে মনিটরিং বাড়াতে হবে, বর্তমানে বাংলাদেশ সরকার পুষ্টি বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এটা আমাদের এস. ডি. জি. লক্ষ্যমাত্রা অর্জনে ও অনেক বেশী ভ’মিকা রাখতে সক্ষম। তাই আমাদেরও আন্তরিকতার সাথে পুষ্টি নিয়ে সমন্বিতভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) অ্যডভোকেট রিপা সিনহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিওপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কেয়ার বাংলাদেশ এর কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার শ্রীঅরুপ রতন দাশ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap