জামালগঞ্জে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্টিত

নিজাম নুর, জামালগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পিতবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্টিত হয়। সভার শুরুতে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আল আজাদের মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়েছে। শোক প্রকাশের পর অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার সহ সরকারী বেসরাকী কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২১ শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন উপকমিটি দ্বারা অনুষ্টান পরিচালিত হবে।