জাতীয়সারাদেশ

দিরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও নয়া সড়ক আইন বাস্তবায়নে সচেতনতামুলক প্রচারণা

দিরাই প্রতিনিধি : সড়কে শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা রোধ, যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফেইসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই শাল্লার জনস্বার্থে গ্রুপের উদ্যোগে ও এভারগ্রীণ রেলওয়ে মুক্ত রোভার স্কাউট দলের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালি, আলোচনা সভা ও নয়া সড়ক আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। সকাল ১১ টায় দিরাই উপজেলা প্রশাসন চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই থানা পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কে এম সফি উল্লাহ’র সভাপতিত্বে ও রোভার স্কাউট তায়েফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক আইন ও সচেতনতামুলক বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, প্রভাষক রফিকুল ইসলাম, মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ, শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, রোভার স্কাউটের গ্রুপ লিডার ফখরুল আলম চৌধুরী বাবলু। প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম চৌধুরী বলেন, ১৫ দিনের মধ্যে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের প্রাণহাণি ঘটলো। এঅবস্থা পরিত্রাণের জন্য আমাদের সচেতন হতে হবে। সভাপতির বক্তব্যে মো. সফি উল্লাহ বলেন, সড়ক আইন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আমি সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। সড়কে মৃত্যুর মিছিল হ্রাস করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তব্যে ওসি কে এম নজরুল বলেন, হ্যালমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন কোন মোটরসাইকেল দিরাইয়ের রাস্তায় চলতে দেওয়া হবে না। কোন যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। কেননা রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি, ট্রাফিক সংকেত অমান্য, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উল্টো লেনে চলা, হ্যালমেট ব্যবহার না করা, যত্রতত্র রাস্তা পারাপার, সিটবেল্ট না বাঁধা ও গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার কারণেই অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। এগুলো শাস্তিযোগ্য অপরাধ, তবে শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমেই সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না। এজন্য জনসাধারণকেও সচেতন হতে হবে। সড়ক আইন কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি। আলোচনা শেষে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মাঝে নয়া সড়ক আইনের নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap