
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ৮ শতাধিক গরীব-দুঃস্থ, অসহায় রোগীকে সম্পুর্ণ বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপি দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জগদল ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও উপজেলার পুকিডহর গ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল লতিফ জেপি, আটবাড়ি গ্রামের সমাজসেবক মো. রমজান মিয়া তালুকদার, রাজনগর গ্রামের এম আবুল হোসেন শরীফ এর সহযোগিতায় এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। এউপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সহকারি প্রধান শিক্ষক লালবাঁশি দাস প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ মুজিবুর রহমান, ডাঃ সৈয়দ মনোওয়ার আলী, অধ্যাপক ডাঃ রুহুল আমিন হাসান, ডাঃ আজাদুর রহমান আজাদ, ডাঃ ফাতেমা ইমানা নুরী, ডাঃ কুশল চক্রবর্তী, ডাঃ নুরুজ্জমান তালুকদার বিল্লাহ, ডাঃ ইমদাদ, ডাঃ বদরুল আলম, ডাঃ শতরুপা তালুকদার সুমি, ডাঃ নুর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি নুরুল ইসলাম দানিছ, আবুল কাশেম, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক আরকান, দাতা সদস্য এম আবুল হোসেন শরীফ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও কর্মসূচিতে সহযোগিতাকারী পরিষদের দাতা সদস্য ৩ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।