দিরাইয়ে প্রথমবার মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের উদ্যোগে প্রথমবারের মতো দিরাইয়ে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতা থানা পয়েন্ট থেকে শুরু করে বাসস্যান্ড হয়ে কালনী ব্রীজে এসে শেষ হয়। প্রতিযোগিতা উদ্বোধনপুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানুল হক। উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আরব উদ্দিন, আমজাদ সরদার, আতাহার আলী সায়েম, ইজাজুর রহমান ফাহিম, অমিত চন্দ জয়, দিদার রহমান, রবিনুর চৌধুরী, টুটুল দাস, রজন তালুকদার, রুপক দাস, আক্তার হোসেন প্রমুখ। মোট ৪০ জন প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে প্রথম স্থান পৌর সদরের চন্ডিপুর গ্রামের তৌহিদ আহমেদ, ২য় স্থান করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামের মো. হোসাইন মিয়া, ৩য় স্থান পৌর সদরের দোওজ গ্রামের আশীষ রায় অর্জন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।