সারাদেশ
ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি) পদে তরিকুল ইসলামের যোগদান

মমিনুল ইসলাম মমিন, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পদে যোগদান করলেন মো. তরিকুল ইসলাম। মো. তরিকুল ইসলাম ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন মূলে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়নে বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহে ১০ ফেব্রুয়ারি যোগদান করেন। ৩৫তম বিসিএস ক্যাডার মো. তরিকুল ইসলাম ত্রিশালে যোগদানের আগে তিনি ময়মনসিংহের এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ত্রিশাল সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে সোমবার দিন তিনি আনুষ্ঠানিক যোগদান করবেন।